কোচিং স্যারের সাথে প্রেম পর্ব-০১ | | মোঃ ফয়সাল আহমেদ (শাওন)



আব্বু আমি পরিক্ষা দেব না ( নিশি)
কেন মা কি হয়ছে ( বাবা)
আমি রসায়ন কিছু বুঝি না,পরিক্ষা দিলে
ত ফেল ই করব বরং না দিলেই ভাল হবে
এতে তুমার মান সম্মান কিছুটা হয়লেও
বাচবে ( নিশি)
ত এখন আমি কি করব মা( বাবা)
আমাকে কোচিং সেন্টারে ভর্তি করতে
হবে, রিয়া,রুমা নিলা কোচিং সেন্টারে
ভর্তি হয়ে গেছে ( নিশি)
ঠিক আছে তুই যা ভাল মনে করিস তাই কর,
রেজাল্ট ভাল হয়লেয় হবে ( বাবা)
ঠিক আছে আব্বু( নিশি)
.........কিছুদিন পর....
কিরে মা তুই এখন কোচিং সেন্টারে যাছ
না কেন ( বাবা)
আব্বু আমি সবার সাথে বুঝি না, আমারকে
বাড়িতে টিচার এসে পড়ানোর ব্যাবস্থা
করতে হবে ( নিশি)
এতক্ষণ যারা কথা বলল ওরা হল নিশি
এবার HSC পরিক্ষার্থী,যার সাথে কথা
বলছে ওনি হল নিশির আব্বু।
আমি ফয়সাল অনাথ আশ্রমের ছেলে।
আমার মা বাবা কে আমি জানি না।
পড়াশুনায় বেশ ভাল, তাই ঢাবিতে পড়ার
সুজোগটাও পেয়ে গেছি, আমার
সাবজেক্টটাও মনের মতন পায়লাম রসায়ন।
আমার হাত খরচ, পড়াশুনার ইত্যাদি নানা
খরচ আারই বহন করতে হয়, কারন আমার কেউ
নেয়। তাই একটা টিওশনি খুজতেছি।
অবশেষে একটা পেয়েও গেলাম। আজকে
প্রথমদিন পড়াতে যাব,তাই আমার একটি
নতুন শার্ট ছিল ওইটা পরে গেলাম।
কলিং দেওয়াতেই এক পরী এসে দরজা
খুলে দিল।
কি চায় ( নিশি)
না মানে আমাকে আংকেল বলছিল ওনার
মেয়েকে রসায়ন পড়ানোর জন্য ( আমি)
ও আচ্ছা,দাড়িয়ে কেন ভেতরে আসুন
( নিশি)
হ্যা চলুন ( আমি)
আসছো বাবা, এই হলো নিশি যাকে
পড়ানোর কথা বলছিলাম, আর এই হলো
ফয়সাল তর শিক্ষক ( আংকেল)
স্যার চলুন পড়ার রুমে ( নিশি)
হ্যা চলুন ( আমি)
আচ্ছা স্যার আজকে ত প্রথম দিন তাই আমি
মনে করি কি আজকের দিনটা গল্প করে
কাটায় দেয়( নিশি)
আজ না, গল্প করার অনেকদিনই পাবেন,
তাছাড়া সামনে আপনার পরিক্ষা ( আমি)
আপনারা ত জানেন ই টিওশনিটা আমার
জন্য কতটা দরকার ছিল।।।
আমি আপনার কাছে পড়বই না( নিশি)
কেন ( আমি)
তবে পড়তে পারি একটা শর্তে ( নিশি)
কি শর্ত ( আমি)
আপনি আমাকে ফ্রেন্ডলি ভাবে কথা
বলতে হবে ( নিশি)
আমি রাজি তবে আজকে কি পড়বেন না
( আমি)
ফ্রেন্ডকে কি কেউ কখনও আপনি বলে,
তুমি করে বলবেন ( নিশি)
আরেকটা কথা আমাকে পড়াতে হলে অন্য
কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন
না ( নিশি)
আমি কি ওকে পড়ায়তে আসছি না ও
আমাকে পড়ায়তে আসছে (মনে মনে আমি)
আচ্ছা একটা প্রশ্ন করি স্যার ( নিশি)
আপনাকে না আমার স্যার স্যার মনে হয়
না, তাই ভাইয়া বলেই ডাকব এখন থেকে,
প্রশ্ন টা হলো ক্রাশ কাকে বলে? ( নিশি)
আমি ত পড়লাম মহা বিপদে এখন কি করি
ভাবতে ভাবতে বললাম এই প্রশ্নটার উত্তর
আজকে না দিলে হয় না।
না, আজকেই দিতে হবে ( নিশি)
অনেক ভেবে চিন্তে একটা উত্তর দিলাম,
নিশি শুনে ত একদম অবাক হয়ে একদৃষ্টিতে
আমার দিকে তাকাই আছে .....
চলবে....
পাঠক / পাঠিকা আপনাদের মন্তব্য কমেন্ট
বক্সে জানিয়ে দিবেন।ভাল না লাগলে
বলবেন আর লিখব না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ