-কিরে গোলাপ কত করে?
- ভাইজান ৫ টেকা পিস ।
- কি বলিস বেটা ভালোবাসা এত সস্তা ?
- এর লাইগ্গা তো ভাই মাইনষে বেঈমানী করে ভালোবাসার লগে । দামি হইলে বেঈমানী করনের সাহস পাইতো না ।
- অতি সত্য কথা ।
- ভাই আপনের কয় পিস লাগবো ।
- আমার তো পুরোটাই লাগবে । কয়টা আছে গুনে দেখ ।
- গুনতে হইবো না ভাই । ৮০ পিস লইয়া বাহির হইছি একটাও বিক্রি হয় নাই ।
- আয়হায় আজকে তো আমি না আসলে ব্যবসায় লস খাইতি।
- কি করমু ভাই ফুল পইচ্ছা যায় তবুও কেউ লয় না ।
- কি করবি বল এখন তো আর ভালোবাসা ৫ টাকার গোলাপ আর শহরের ফুটপাতে নেই । এখন ভালোবাসা হলো সব ২৫০ টাকার পাস্তা আর একদম কর্নার সিটে ।
- কি কন ভাই বুঝি না ।
- ও তুই বুঝবি না । তাহলে কত টাকা হলো বল ।
- ভাই বরাবর ৪০০ টাকা ।
- কি করবি আজকে এই টাকা দিয়ে ।
- অনেক দিন করিম কাকার দোকানে বিরানি খাই না।
আইজকা খামু।
- এই নে ৫০০ টাকা । ১০০ তোর ভাবীর পক্ষ থেকে দিলাম । আর শুন আমার অনেক ক্ষুদা লাগছে চল এক সাথে তোর করিম কাকার দোকানের বিরিয়ানি খাই । আমিই খাওয়াবো তোকে ।
হাঁটতে হাঁটতে
- ভাইজান সেই হোটেল তো মেলা দূরে ।
- আরে বেটা সমস্যা কি! কথা বলতে বলতে দেখবি চলে এসেছি ।
- আর ভাবী যদি আইসা পরে?
- উনি আসবে না । উনি রাগ করে বসে আছে । আমাকেই যেতে হবে । উনার রাগ ভাঙানোর জন্যই তো গোলাপ নিলাম ।
খেয়ে বের হলাম । আসলেই করিম কাকার দোকানের বিরিয়ানি অসাধারন । লোকটাও অসাধারণ । সময় পেলে আবার আসবো । ছোট পিচ্চিটাকে বিদায় দিয়ে দিলাম । হটাৎ মনে পড়লো ওর নামটাই জানা হয়নি । সমস্যা নেই আবার কখনো দেখা হলে নাম জেনে নিবো । যাই যার জন্য গোলাপ কিনলাম তাকে দিয়ে আসি ।
- ওই মামা যাইবা ।
- কই মামা ?
- এই সামনেই ।
রিকশায় উঠে বসলাম । রিকশা চলছে ।
- মামা কি মামীর লগে দেখা করতে যান ।
- হ্যাঁ মামা তুমি কেমনে বুঝলা ।
- এত গোলাপ লইয়া আর কই যাইবনে । আমিও বিয়ার পর আপনের মামীরে ডেইলি একটা কইরা লাল টকটকে গোলাপ দিতাম ।
- মামা তো দেখি হেবি রোমান্টিক । এখন আর দাও না
- কি যে কন মামা ওহন কি আর বয়স আছে । পোলা মাইয়া বড় হয়েছে না ।
- মামা সাইড করো । আর শুনো মামা ভালোবাসার কোনো বয়স নাই । জন্মের পর থেকেই তো মানুষ ভালোবাসতে শুরু করে । প্রথমে মা তারপর বাবা এরপর আরো কত ভালোবাসা । ভালোবাসার কোনো বয়স নাই । এরজন্যই তো মানুষ মারা যায় কিন্তু ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল । আর শুনো এই নাও এখানে ৫০০ টাকা আছে আজকে মামীকে একটা শাড়ি দিবা আমার পক্ষ থেকে । আর এইনাও কিছু গোলাপ তোমারে দিলাম এইটা শাড়ির সাথেই দিয়ে দিবা ।
রিকশাওয়ালা আমার দিকে অনেকক্ষন তাকিয়ে রইলো প্রথমে অবাক হয়ে গেলো । একটু ভয়ও পেলো কিন্তু এখন তার চোখে শুধু আবেগ অনেক কষ্টে কান্না আটকে রেখেছে । আমি গেট দিয়ে ঢুকতেই মামা ডাক দিলো ।
- মামা ঐদিকে কই যান ।
- আমার ভালোবাসার কাছে মামা ।
- কিন্তু এটা তো কবরস্থান ।
- মামা তোমাকে তখন কি বললাম মানুষ মারা যায় ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল ।🥀
Silent boy..Fahim
ভালো থাকুক প্রতি টা ভালোবাসা
0 মন্তব্যসমূহ