পিচ্ছি মেয়ের ভালোবাসা পর্ব-০১ | | মোঃরিয়ান আহম্মেদ



আমি:-ওরে আম্মরে...গেলাম রে
আম্মু:-ওই চিল্লাস কেনো?
আমি:-আমারে মাইরালাইছে. ...
আম্মু:- কে মারছে... ..
আমি:-কে আবার তোমার বান্ধবীর পিচ্ছি
মাইয়াটা.. .
.
.
ইভা:-ওই তুই আবার আমারে পিচ্ছি বললি
আজকে তোর
একদিন কি আমার যতদিন লাগে..
আমি:-যতদিন লাগবে কেনো,আমার একদিন
তোরও
একদিন ....
.
.
ইভা:-আমি তো মেয়ে. ...
আমি:-তো কি কইরতাম. ..
ইভা:-মেয়ে বলে সময় বেশি দিতে হবে...
আমি:-দিমু না কি করবি.....
.
.
ইভা:-কি করমু তোরে পরে দেখামু......যা
ভাগ...
আমি:-তুই যাইতে পারিস না,আমার রুমে
এসে
আমারে ঝাড়ি
দিস....
.
ইভা:-তোর নাম লেখা আছে...
আমি:-ওরে তোর কাছে মাফও চাই দোয়াও
চাই
বোন
তুই এবার যা আর ঝগড়া করিস না...
.
.
ইভা:-ওই আমি তোর কোন জনমের বোন...
আমি:-ও আম্মু এই মাইয়ারে নিয়া যাও.....
ইভা:-হিহিহিহিহিহি,
.
আমি:-ওই পিচ্ছি হাসিস কেনো?
ইভা:-আমি তোর রুমে ডুকার সাথে সাথে
আন্টি
তো
চলে গেছে রান্না ঘরে...
.
আমি:-তাই তো বলি, আম্মু কিছু বলে না
কেনো।
এবার যা
তো তুই.....
ইভা:-যাচ্ছি যাচ্ছি.....
.
আমি:-ওরে বাপরে বাপ...এ মাইয়ার
জাল্লায় আমি
পুরো
কাবাব হইয়া গেছি।সব সময় দৌড়ের উপর
রাখে....আমি
নিশ্চিত যে এ মাইয়া যার কপালে
আছে...আর
কইতে
পারলাম না.....আবার আসতেছে মনে হয়
নূপুরের
আওয়াজ পাইতেছি......ওই তো উকি
দিতাছে..
.
আমি:-ওই চুরি করবি নাকি উকি দিস
কেনো?
ইভা:-আমারে কি তোর চোর মনে হয়?
আমি:-না,তোরে চুন্নি মনে হয়....
ইভা:-কি আমি চুন্নি, আন্টি তোমার পোলা
আমারে চুন্নি
বলছে...
.
আম্মু:- রান্না ঘর থেকে খুন্তিটা নিয়া
যা,তারপর
ইচ্ছামতো
মাইর দেয়(আমার মনে হয় না এটা আমার
আম্মু,ছেলেরে মাইর খাওয়ানোর জন্য উঠে
পরে লাগছে)
.
ইভা:-কি বলছে শুনছিস..... আনবো নাকি
খুন্তিটা...
আমি:-আমি কি তোরে ডরাই, যা আন...
ইভা:-পালাবি না বলে দিলাম...
.
আমি:-আমি কি ভীতু যে পালামু. ......
ইভা:-ওহহহ তাই বুঝি,বাবু...আমি
আসতেছি...
.
.
চলবে.......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ