তার পর থেকে প্রতিদিন ইভাকে দেখলেই I
love you বলতাম। প্রতিদিন ইভাকে
প্রপোজ করি।কিন্তু ইভা একদিন ও রাজি
হয়নি ।
.
আমার বন্ধুরা ইভাকে যেখানে দেকে
ভাবি বলে ডাকে। এভাবে কিছুদিন
যাওয়ার পর ইভা আমাদের প্রিন্সিপাল
স্যারের কাছে নালিশ দেয় আমার নামে।
.
পরের দিন আমার আব্বুকে নিয়ে আসতে
বলল প্রিন্সিপাল স্যার । আব্বুকে নিয়ে
যাই স্কুলে। আব্বু প্রিন্সিপাল স্যারের
রোম থেকে বের হয়েই আমাকে থাপ্পর
মারল
আব্বু : ঠাসসসসস ।
.
তোকে এসবে জন্য স্কুলে পাঠাই।
আমি :,,,,,,,,,,,,,,,,,,,,,,।
আব্বু : আর যেন এসব না শুনি ।
এটা বলেই আব্বু চলে গেল।আমি গালে হাত
দিয়ে ক্লাসে যাওয়ার জন্য পেছনে
তাকাতেই দেখি ইভা দাড়িয়ে আছে একটুট
দূরে।
.
আমি ও কোনো কিছু না বলে চলে আসি
ক্লাসে। ঐদিন ছুটির পর স্কুলের গেইট
দিয়ে বাহির হবার সময় আমার এক বন্ধু
ইভাকে ভাবি বলে ডাক দিল। তারপর ইভা
রেগে আমার কাছে এসে বলল
.
ইভা : কি সমস্যা আপনার বন্ধুদের ?
আমি : আমি কি করে বলব ।
ইভা : আমাকে ভাবি বলবে কেন। আপনার
জন্যই তো বলল। আমি কি অপরাধ
করছিলাম। যেখানে সেখানে ভাবি বলে
ডাকে । ( কেদে কথা গুলো বলল)
.
আমি : তুমাকে আর কেউ কিছু বলবে না।
ইভা : এটা মনে থাকে যেন।
.
সেদিন অনেক খারাপ লাগে। আমার জন্য
অন্য একজনের কেন সমস্যা হবে।
তার পরদিন বন্ধুদের সব ঘটনা বলে না করে
দেই যাতে ইভাকে ভাবি না বলে।
.
তারপর আর ইভার পেছনে যাইনি ।
.
কিছুদিন পর ইভার JSC পরীক্ষা শুরু হয়ে
যায়। আমার ও টেস্ট পরীক্ষা শুরু হয়ে যায়।
.
আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ
হয়। যার কারনে প্রচুর লেখাপড়া করি ।
আমার ssc পরীক্ষা শুরু হয়ে যায়। এর মধ্যে
ইভাকে দেখিনি ।
.
মনটা চাইত দেখতে কিন্তু নিজেকে কন্টল
রেখেছি।আমার পরীক্ষা চলার সময়
ইভাদের বাড়ির কাছে আমার এক বন্ধুর
বাড়িতে যাই নোটের জন্য ।
.
আমি ইভাকে দেখেও না দেখার ভান করে
চলে যাচ্ছিলাম । ইভা আমাকে দেখা
মাত্তই কেমন করে যেন চেয়ে আছে ।
.
আমার ও পরীক্ষা শেষ হয়। ইভার jsc
পরীক্ষার রেজাল্ট দেয়। সে নবম
শ্রেণীতে আমাদের স্কুলেই ভর্তি হয় ।
.
একদিন বসে আছি তখন আরিফ আমাকে
কলদেয় একটু নদীর পাড়ে আসার জন্য
আড্ডাদিবে বলে।
.
আমি যাওয়ার পর কে যেন আমাকে পেছন
থেকে জরিয়ে ধরেছে ।আমি চমকে উঠে
পেছনে তকাতেই আবার ভূত দেখার মত
চমকে উঠি ।
.
কারন ইভা আমকে জরিয়ে ধরেছে।
আমি : এই ছারো কি করছো, পাগল হয়ে গেছ
নাকি ।( ছারিয়ে নিয়ে বললাম)
ইভা : হ্যা পাগল হয়েছি, তুমার জন্য ।
.
আমি : এহহ আমি কি করেছি।
ইভা : এতদিন আমার পেছে ঘুরছে। যখন
আমার মনে তুমার জন্য জায়গা হল তখন
তুমার দেখা নাই ।
.
আমি : তো ঐ দিন এমন করছিলা কেন।
ইভা : ঐ সময় কি তুমাকে ভালো লাগতো
নাকি ।
.
আমি : এখন কেন ভালো লাগে?
ইভা : ঐ দিনের পর তুমি যখন আর পিছনে
আসো না। তুমাকে মিস করি, তার পর
থেকে ভালোবাসি ।
আমি : এখন কি তুমার হাতটা ধরতে পারি।
.
পেছন থেকে আরিফ বলল
আরিফ : হারামি আগে ট্রিট দে পরে হাত
ধরবি ।
আমি : আগে একটা ফুল নিয়ে আয় পরে ট্রিট
হবে।
আরিফ : এই নে ( পেছন থেকে একটা
গোলাপ বের করে)
.
ইভা : ভাইয়া গোলাপটা আমার কাছে দেন।
আমি : কেন ?
.
ইভা : কারন আগে তুমি ৪৯বার প্রপোজ
করছো, এখন আমি প্রপোজ করে ৫০ বার
মিল করব ।
.
ইভা আমার সামনে গোলাপটা ধরে বলল,
I Love You Riyan....
আমি :Love you too .বলিই জরিয়ে ধরলাম,
,, ,,,,,,,,
অমি:একটা ইয়ে দেই
ইভা: যাও দুষ্টু
তার পরে নিজের ঠট ইভার ঠট এর সাথে
মিলিয়ে দিলাম
.
(সমাপ্ত)
0 মন্তব্যসমূহ