আমি : ঐ রানীর জামাই এই দিকে আয়
আমার বন্ধু আরিফ কে এই নামে ডাকি ,
কারন সে রানী নামক একটি মেয়ের সাথে
প্রেম করে)
আরিফ : হুম মামা বল ।
আমি : ঐ মেয়ে গুলা কোন ক্লাসে পড়ে রে
।
আরিফ : কোনটা মেয়েটা পছন্দ ঐ টা বল।
আমি : সালা সব সময় এক লাইন বেশি
বোঝস।যেটা বলছি ঐটার উত্তর দে ।
আরিফ : এরা ৮ম শ্রেণিতে পড়ে।
আমি : ওহহ। মাঝখানের মেয়েটা কে খবর
নিয়ে আয় তো ।
আরিফ : ওহ এটা, ওর নাম ইভা, ৮ম শ্রেণীতে
পড়ে। কেন বলতো ।
আমি : মেয়েটারে ভালো লাগছে তাই ।
আরিফ : ওহ আগে বলবি তো।
আমি : চল ঐ দিকে যাই।
এখন আমার পরিচয় দেই আমি "রিয়ান"
এবার ১০ম শ্রেণীতে পড়ি। আর মেয়েটি
হলো "ইভা"এবার ৮ম শ্রেণীতে পড়ে।ঐদিন
ক্লাস করে ছুটির পর আমি আর আরিফ ইভার
পেছনে পেছনে তার বাড়ির কাছে গেলাম।
পরের দিন ক্লাসে এসেই আরিফ বলল
আরিফ : মামা তুর জন্য একটা খারাপ খবর
আছে ।
আমি : কি খারাপ খবর বল ।
আরিফ : ইভার পেছনে একটা ছেলে ঘুরে।
আমি : কোন ছেলে, কোন ক্লাসে পড়ে ।
আরিফ : ছেলেটা ইভার সাথেই পড়ে।
আমি : ছেলেটারে স্কুলের বাইরে নিয়ে
আয় তো ।
আরিফ : তোর কিছু করতে হবে না।আমি
ভালে করে বুঝিয়ে দিব নে ।
আমি : আচ্ছা।
ঐদিনের মত ক্লাসে যাই।সব গুলো ক্লাস
করে। ছুটির সময় আমি আর আরিফ আবার
ইভাকে ফলো করি।ইভার পেছন পেছনে
হাটছি। ইভা একবার পেছনে ফিরে
তাকালো। ও হয়তো বুঝতে পারছে আমরা
তকে ফলো করছি।
এভাবে কিছুদিন যাওয়ার পর আরিফ বলল
আরিফ : দুস্ত এবার ইভাকে সরাসরি
বলেদে।
আমি : ভয় করে দুস্ত।
আরিফ : তাহলে এই পেছনেই পরে থাকতে
হবে ।
আমি : বলব একদিন ।
আরিফ : তুর একদিন আর আসবেনা
ঐদিন যখন স্কুল ছুটির পর ইভার পেছনে
হাটছিলাম তখন হঠাৎ করে ইভা থেমে যায়
এবং আমার আর আরিফের কাছে এসে বলল
ইভা : কি সমস্যা আরিফ ভাইয়া কিছুদিন
ধরে আপনারা আমারকে ফলো করছেন
কেন ।
আরিফ : মানে তুমার সাথে ওর( আমাকে
দেখিয়ে) কিছু কথা আছে ।
ইভা : হ্যা বলোন কি কথা ।
আমি : হ্যা,,,,,,না,,, ,,, ,,মানে এমনি। ( কিছুটা
তুতলিয়ে)
ইভা : আমার পেছনে আর না আসলে খুশি হব
।
এটা বলেই চলে ও গেল।
আরিফ : সালা যা কি একটা সুঝোগ ছিল
বলার।
আমি : দুস্ত ওর সামনে গেলে আমি কথা
বলতে পারি না।
ওর পেছনে না যাওয়ার জন্য বললে ও
প্রতিদিন যেতাম ।
একদিন একটা চিঠি লিখলাম। চিঠি তে শুধু
I love you Eva লিখলাম
স্কুল ছুটির পর ওকে ডেকে দার করালাম।
সাহস করে চিঠিটা ওর দিকে বারিয়ে
দিয়ে বললাম
আমি : এটা রাখো।
ইভা : কি আছে এটার ভিতরে?
আমি : বাড়িতে গিয়ে দেখবে আর কালকে
চিঠি টার উত্তরটা চাই।
এটা বলেই চলে আসলাম।
পরের দিন বললাম আমি : ইভা উত্তর টা
দাও চিঠির।
ইভা : আমি এখন অনেক ছোট আর এসব প্রেম
টেম করব না ।
আমি : কেন?
ইভা : এমনি।
বলেই চলেগেল।
তারপর ও প্রতিদিন আমি, আরিফকে নিয়ে
ইভার পেছনে যেতাম ।
আস্তে আস্তে সারা স্কুলের ছাত্ত
ছাত্তীরা জেনে যায় আমি ইভাকে পছন্দ
করি।
0 মন্তব্যসমূহ