অবহেলা_পর্ব _০১ | | মোঃরাসেল





সবুজে ঘেরা এক গ্রাম । সেই গ্রামে থাকে
আবির নামের একটা ছেলে । অনেকটা
বোকা স্বভাবের কিন্তু ভদ্র ।
অাবিরের বাবা নেই ।তার যখন পাচ বছর
বয়স সেই সময় তার বাবা মারা যায় । তার
মা তাকে অনেক কষ্ট করে লেখাপরা
করিয়েছেন ।
আবির গরিব হলেও খুব মেধাবী । সে সব সময়
চাইত তার মায়ের মুখে হাসি ফোটাতে ।
আজ সে শহরে যাচ্ছে ইউনিভার্সিটিতে
ভর্তি পরীক্ষা দিতে ।
আাবির মেধাবী হওয়ায় তাকে শিক্ষকরা
সবাই আদর করত । আর তাদের দোয়াতেই সে
জি পি এ 5 পেয়ে এইচ এস সি পাশ করেছে ।
কালকে তার পরীক্ষা কিন্তু সে একদিন
আগেই এসেছে । বলাতো যায়না যদি কোন
সমস্যা হয় ।
আবির রাতটা কাটানোর জন্য একটা
হোস্টেল খুজতে লাগলো ।
এমন সময় বিকট একটা আওয়াজে সে ফিরে
তাকালো ।
একটা কার এক্সিডেন্ট করেছে । সে
তারাতারি সেখানে গেল । একি একজন
মধ্য বয়স্ক লোক । মাথা দিয়ে প্রচুর রক্ত
বের হচ্ছে ।
একি আপনারা দারিয়ে দেখছেন কি ।
এনাকে তুলুন তারাতারি হাসপাতালে
নিয়ে যেতে হবে ।
একি এনার কি হয়েছে ( ডাক্তার)
কার এক্সিডেন্ট করেছে ( আবির )
নার্স এনাকে OT নিয়ে যাও । কে হয়
আপনার ( ডাক্তার )
এমনিতেই এক্সিডেন্ট কেস ( একটু ভেবে)
আমার আংকেল হয় ( আবির )
ডাক্তার OT তে ঢুকলেন ।
কিছুক্ষন পর ..
রোগীর এখনে A- রক্ত লাগবে ।তারাতারি
রক্তের ব্যাবস্থা করুন ( নার্স)
আমার রক্ত A- আমি রক্ত দিব ( আবির )
আসুন আমার সাথে ( নার্স)
রক্ত দেওয়ার কিছুক্ষন পর ......
রোগীর জ্ঞান ফিরেছে । আপনি ভিতরে
যেতে পারেন ( নার্স)
আমাকে এখানে কে আনল ।
এই ছেলেটিই আপনাকে এখানে এনেছে ।
আপনার জন্য রক্ত দিয়েছে ।
বলে ডাক্তার চলে গেল ...
কে তুমি বাবা ।
আমি গ্রাম থেকে এসেছি । ভর্তি পরীক্ষা
দেওয়ার জন্য । কিন্তু হোস্টেল খোজার
সময় আপনার গাড়িটা এক্সিডেন্ট করে ।
তারপর আপনাকে এখানে নিয়ে আসি ।
তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা ।
না আংকেল এটা আমার কর্তব্য ।আংকেল
আমি তাহলে আসি । আপনার পরিবারের
কাউকে কিছু জানাতে পারি নি ।আপনি
ফোন করে জানিয়ে দিবেন ।
এখন তুমি কোথায় যাবে ।
দেখি কোথাও থাকার জায়গা পাই কিনা

বলেই চলে আসলো আবির ।
আজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে আবির ।
ক্যাম্পাসে ঢোকার পর আবির দেখলো
সবাই কতো সুন্দর সুন্দর জামা কাপর পরে
এসেছে । মনে হয় এরা অনেক ধনী ঘরের
সন্তান ।
কিন্তু আবির ঢিলেঢলা একটা শার্ট ।
একটা প্যান্ট ' মাথার চুল সমান করে
আচরানো । চোখে মোটা ফ্রেম এর চশমা ।
আবির তার সাথে কারো কোন মিল
দেখতে পাচ্ছে না।
আবিরের দিকে সবাই তাকিয়ে আছে ।
এটা দেখে আবিরের নিজেকেই ছোট মনে
হচ্ছে ।
আবার আবিরের মনে পরে যায় । তাকে তো
ছোট হলে হবে না ।
তাকে ভবিষ্যতে অনেক বর হতে হবে ।এসব
ভাবতে ভাবতে সে রুমে ঢুকতে গেল ।
এমন সময় কিসের সাথে যেন ধাক্কা ।
ঠাসসসসসস.....
চলবে.......
পরের পার্ট এর জন্য অপেক্ষা করুন ...
কেমন লাগলো জানাবেন ....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ