আর সোনো বাবা তোমাকে যে জন্য
ডেকেছি সামনের সপ্তাহে শিখার
জন্মদিন তুমি কিন্তু অবশ্যই আসবে।
(আংকেল)
।
ঠিক আছে আংকেল(আমি)
।
তাহলে আমি আসি আংকেল (আমি)
।
আসি মানে প্রথম দিন আমাদের বাসায়
আসলে আর না খেয়ে চলে যাবে দারাও
কিছু খেয়ে যাও(আংকেল)
।
আজ না আংকেল শিখার জন্মদিনে এসে
একবারে খাবো (আমি)
।
আচ্ছা ঠিক আছে অবসয় আসবে কিন্তু
(আংকেল)
।
আসবো আংকেল বলে বাসার দিকে রহনা
দিলাম শিখার আব্বুকে যে রকম ভেবে
ছিলাম, আসলে একদম সে রকম নয় খুব নরম
মনের মানুষ ভাবতে ভাবতে বাসায় চলে
আসলাম, সেদিনের মত আর কোথাও গেলাম
না, ঘুমিয়ে পরলাম সকালে ঘুম থেকে উঠে
রেডি হয়ে কলেজ গেলাম গিয়ে সোজা
ক্লাসে গেলাম গিয়ে দেখি আলিসা
বোসে আছে আমি ওর কাছে গেলাম।
।
কেমন আছো (আমি)
।
ভালো তুমি (আলিসা)
।
হুম,,,তোমার মন খারাপ কেনো (আমি)
।
কই নাতো আমার মন খারাপ কই (আলিসা)
।
একদম মিত্তা বলবে না (আমি)
।
যানো আমার মাকে নিয়ে আমার খুব
চিন্তা হয় (আলিসা)
।
আমি অবাক হয়ে কেনো (আমি)
।
আমার মায়ের ক্যান্সার আর মা ছারা এই
পূথীবিতে আমার কেউ নেই বলে কেদে
ফেলল(আলিসা)
।
কেনো তোমার আব্বু (আমি)
।
আব্বুর কথা বলিয়ো না আমি ওনার কথা
সুনতে পারি না (আলিসা)
।
কিন্তু কেনো (আমি)
।
আমার মায়ের এই রকম দেখে উনি আর
একটা বিয়ে করে অন্য জায়গায় থাকে
(আলিসা)
।
ওর কথা সুনে আমার চোখে পানি চলে
আসছে মানুষ এত নিষ্টুর হয় কি করে,
আলিসা কত কষ্টে আছে তবুও ওর বাবার
মনে একটুও মায়া হয়নি আমি যে কি বলে
আলিসা কে শান্তনা দেবো বুঝতে পারছি
না,,,,
।
আমি একটা কথা বলবো (আমি)
।
কান্না জরিত কন্টে বলল বলো(আলিসা)
।
তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে
যাবে (আমি)
।
কিন্তু কেনো সুধু সুধু তোমার সময় নষ্ট করবে
(আলিসা)
।
আমার তোমার আম্মুকে খুব দেখতে ইচ্ছা
করছে (আমি)
।
হুম ঠিক আছে যেতে পারো কিন্তু ছুটির পর
আমার সঙ্গে যেগে হবে (আলিসা)
।
ঠিক আছে সমস্যা নাই বলে আমি একটু
বাইরে গেলাম আর সেই সময় শিখা আপু
ডাকলো আমি ওনার কাছে গেলাম।
।
হুম বলেন (আমি)
।
কিরে তুই এই ভাবে কথা বলছিস কেনো
(শিখা)
।
আজ মনটা খুব খারাপ (আমি)
।
কেনো মন খারাপ কেনো (আমি)
।
ওটা আমার একান্ত আপনি কি জন্য
ডাকলেন বলেন (আমি)
।
আজ ছুটির পর একটু আমার সঙ্গে আমাদের
বাসায় যাবি কাজ আছে (শিখা)
।
আমি আজ পারবো না আপু আমার আজ কাজ
আছে (আমি)
।
তোর আবার কি কাজ আচ্ছা ঠিক আছে
আজ করতে হবে না কাল করলে চলবে
(শ িখা)
।
হুম ঠিক আছে বলে ক্লাসে চলে আসলাম
এসে বসে ভাবছি আলিসা কতো কষ্ট মনে
নিয়ে বারায় , ভাবতে ভাবতে কখন যে ছুটি
হয়ে গেছে বুঝিনি হটাৎ আলিসা এসে
ডাকলো কি হলো কি ভাবছো(আলিসা)
।
আমি চমকে উঠে বললাম না কিছু না চলো
(আমি)
।
হুম চলো (আলিসা)
।
আমরা একটা রিকসা নিয়ে আলিসার
বাসায় গেলাম গিয়ে ভিতরে ঢুকতে দেখি
আলিসার আম্মু সুয়ে আছে আমি গিয়ে
সালাম দিলাম
।
আসসালামু আলাইকুম আন্টি(আমি)
।
উনি আমার দিকে চেয়ে আছে তার পর বলল
ওয়ালাইকুম আসসালাম(আন্টি)
।
বাবা তুমি কেমন আছো তোমার অনেক
কথা সুনেছি আলিসার কাছ থেকে (আন্টি)
।
জি আন্টি ভালো (আমি)
।
সেই সময় আলিসা ওর আম্মুর জন্য ঔষধ নিয়ে
এলো ঔষধটা খাওয়ার পর আন্টি বলল বাবা
আমার মেয়েটার খুব কষ্ট হয়েছে একাই সব
করতে হয় আমি তো থেকেও নাই আমার
দেখা সুনা বাসার সব কাজ লেখাপড়া
বলতে বলতে কেদে ফেলেছে ওনার কথা
সুনে আমার ও চোখে পানি চলে এসেছে
মানুষ এতো কষ্ট নিয়ে হাসে কি করে
আলিসাকে না দেখলে বুঝতাম না। তাই
আমি আলিসাকে বললাম একটা কথা বলবো
(আমি)
।
হুম বলো (আলিসা)
।
তোমার কষ্ট গুলো আমাকে কিছু দেবে
তোমাকে সাহায্য করার চেষ্টা করব
(আমি)
।
তুমি কেনো আমার কষ্ট বয়ে বেরাবে
(আলিসা)
।
তোমার আম্মু তো আমারো আম্মু (আমি)
।
আলিসা আমার কথা সুনে কেদে ফেলেছে
দৌউরে এসে আমাকে জরিয়ে ধরলো।
।
আমি ওকে কি বলে সান্তনা দেবো বুঝতে
পারছি না। একটু কাদতে দিলাম কাদলে
হালকা লাগবে তারপর ওকে বুক থেকে
তুলে চোখ দুটো মুছে দিয়ে বললাম আরে
পাগলি কেদো না আল্লাহ আছেন সব ঠিক
হয়ে যাবে আমি ওকে বুঝিয়ে সেদিনের মত
বাসায় আসলাম । বাসায় এসে দরজায় নক
করতে আম্মু দরজা খুলে দিলো আমাকে
দেখে বলল তোর এতো দেড়ি হলো কেনো
বাবা(আম্মু)
।
একটা বন্ধুর বাসায় গেছিলাম আম্মু(আমি)
।
তোর মন খারাপ কেনো (আম্মু)
।
আম্মুকে সব খুলে বললাম আম্মু সব সুনার পর
একটা দির্ঘ শাস নিয়ে বলল মন খারাপ
করিস না বাবা আল্লাহ সব ঠিক করে
দেবে এখন রুমে যা(আম্মু)
।
আমি রুমে চলে গেলাম গিয়ে ব্যাগটা
রেখে একটু সুয়ে পরলাম হটাৎ শিখার ফোন
ফোন রিসিপ করতেই বলল।
।
কিরে তোর কাজ হয়েছে (শিখা)
।
হুম হয়েছে মন খারাপ করে(আমি)
।
কিরে তোর মন খারাপ কেনো (শিখা)
।
না আপু এমনিতে ভালো লাগছে না(আমি)
।
সুন তোকে একটা কথা বলি(শিখা)
।
হুম বলো (আমি)
।
তুই আমাকে আর কোনো দিন আপনি বলবি
না আপনি বললে কেমন একটা দুর দুর মনে
হয়। (শিখা)
।
তাহলে কি বলবো (আমি)
।
কেনো তুমি বলবে(শিখা)
।
আপনি যে আমার সিনিয়ার ( আমি)
।
আমি তোর ক্লাসে সিনিয়ার হতে পারি
কিন্তু বয়স সমান হবে (শিখা)
।
ঠিক আছে চেষ্টা করবো (আমি)
।
আর কালকে রেডি হয়ে আসবি তোকে
নিয়ে এক জায়গায় যাবো(শিখা)..............
---------------চলবে------------
বিদ্র:ভুল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইকে
0 মন্তব্যসমূহ