আমার মনে হল, এভাবে মরে যাওয়ার জন্য ত
জিবন না, আমাকে বাচতে হবে নিশির
জন্য।।।
দিনে দিনে আমি কেমন যেন নিস্তেজ হয়ে
যাচ্ছি।আর এদিকে বিয়ে বাড়িতে
আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।।।।
এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি
না।।।।
এই ফয়সাল, তুই বউ পেয়ে আমাদেরকে ভুলে
যাবি ( মা)
কি বলও এসব, তুমাদেরকে ভুলে আমি
থাকতে পারব(আমি)
শুন, তর রুমে বিয়ের কিছু কাপড় আছে, আমি
আর আমার বউমা পছন্দ করে আনছি ( মা)
বিয়ে করার আগেই বউমা হয়ে গেল( আমি)
আমাদের বউ দেখতে যেমন ভালও তেমনই
তার পছন্দও ভাল ( মা)
ওহ ( আমি)
যাওও এখন রুমে গিয়ে কাপড়গুলো দেখে
আশও ( মা)
আমি যায়তে চাচ্ছিলাম না তবুও আমাকে
এক প্রকার জুড় করেই রুমে পাঠানু হলও।।।।।
আমি কাপড়গুলো দেখেতো অবাক। কারন
এটা ত নিশির পছন্দের সাথে একদম মিলে
গেছে । নিশি আর আমি প্রথম দিন রিকশায়
করে মার্কেটে যাওয়ার কথা মনে পরে
গেল।।।
আমি নিশিকে একের পর এক কল দিয়েই
যাচ্ছি কিন্তুু রিসিভ করার কোনো
সংকেত ই নায়।।।
কিরে তর এতক্ষন লাগে, আমরা সেই কখন
থেকে অপেক্ষা করছি ( বাবা)
আশছি বাবা, এইতো আরেকটু ( আমি)
তারপর নিচে গেলাম।।।
আমার বাবাকে আজ হিরুর মতো লাগছে
( বাবা)
চেহেরাটা ঠিকই দেখতে পেলে মনটা ত
দেখতে পেলে না ( মনে মনে)
তারাতারি গাড়িতে ওঠ( বাবা)
হ্যা, গাড়িতে ওঠে বসলাম গাড়ি আপন মনে
চলতে লাগল।।
একি কাউছার ভাই আমাদের গাড়ি
নিশিদের বাড়ির দিকে কেন যাচ্ছে
( আমি)
[ কাউছার = অফিসের কর্মচারী ]
স্যার বিয়ে করবেন তাহলে শশুড় বাড়ি
যাবেন না ( কাউছার)
তারমানে নিশির সাথেই আমার বিয়ে
হচ্ছে।।।।
অনেক খুশি হয়ে বউ নিয়ে আমাদের বাসায়
চলে আসলাম।।।।।
রাতে ছাদে দাড়িয়ে ভাবতেছি ২ বছর
আগের ফয়সাল আর এই ফয়সালের মধ্যে কত
পার্থক্য।এমনিই পেছন থেকে মা এসে
বলল।।।।
একি বউমা সেই কখন থেকে তর জন্য
অপেক্ষা করতেছে, আর তুই এইখানে
দাড়িয়ে আসিস( মা)
ঠিক আছে মা, যায়তাছি ( আমি)
অতঃপর আমি নিশির কাছে বাসর ঘরে
ঢুকে পরলাম,,, তারপর যা হওয়ার হয়লো।
বিঃদ্রঃ বাসর ঘরে কি করে আমি জানি
না তাই লিখতে পারলাম না ।আমি
আন্তরিক ভাবে দুঃখিত।।।
সমাপ্ত
যারা গল্প পড়তে ভালবাসেন তারা
আমাকে ইনবক্সে বলে রিকোয়েস্ট দিবেন
নয়তো একসেপ্ট হবে না।।।।।
0 মন্তব্যসমূহ