সিনিয়ার ডাইনি আপু পর্ব-০২ | | মোঃরাসেল


আমাকে দেখে সবাই এক সঙ্গে উঠে
আসলো স্যারও কিছু বলছে না।

আমার তো প্যান্টে হিসু করার মতো
অবস্থা সবাই এসে আমাকে ঘিরে ধরলো
মনে হয় আমি কোনো আাসামি।

ওই আরিয়ানের বাচ্ছা কাল তুই রিকসা
নিয়ে এলিনা ক্যান (শিখা)

মানে আপু আমার মনে ছিলো না ধান্দায়
বাসা চলে গেছি (আমি)

আর আজ আসতে দেরি হলো ক্যান (শিখা)

আপু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে
(আমি)

সুন যতখন আমাদের পেরাইভেট পড়া শেষ
হয়নি তত খন এখানে দারিয়ে থাকবি
তারপর ঠিক করবো তোকে কি শাস্তি
দেবো বলে সবাই চলে গেলো (শিখা)

নিজের উপর খুব রাগ হলো কেনো যে এই
কলেজে ভর্তি হতে গেলাম সালা জীবন
টাকে ঝালাপালা করে দিলো
দারিয়ে ভাবতেছি হটাৎ আমার চোখ
একটা মেয়ের উপর গিয়ে আটকে গেলো
লাল ডেরেজ পরে লাল পরির মত দেখা
যাচ্ছে সকালের মিষ্টি রোদে মুখটা আর
সুন্দর দেখা যাচ্ছে আমি আর থাকতে না
পেরে সোজা মেয়েটির কাছে চলে
গেলাম তখন কলেজে তেমন কেউ আসেনি
তাই একটু সাহস নিয়ে বললাম।

হায় আমি আরিয়ান (আমি)

আসসালামু আলাইকুম আমি আলিসা আপনি
কি হিন্দু না কি (মেয়েটি)

না আমি মুসলিম আচর্য হয়ে (আমি)

তাহলে হায় হেলো না বলে সালাম
দেওয়ার অবভ্যাস করুন বলে চলে গেলো
(আলিসা)

আর আমি বোকার মত হয়ে দারিয়ে আছি
ভাবতেছি মানুষ এতো ভালো হতে পারে
শহরটা তো হায় হেলো দিয়ে ভরিয়ে গেছে
আমি অবাক হয়ে আলিসার যাওয়া
দেখতেছি হটাৎ মনে হলো আমি তো
শাস্তি ভোগ করতেছি এই সেরেছে
আমাকে দেখতে পেলে সোজা জেলে
ভরিয়ে দেবে তাই গিয়ে আবার জায়গায়
দারিয়ি গেলাম, একটু পর পেরাইভেট ছুটি
হয়ে গেলো আর সবাই আমার কাছে আসলো
এসে শিখা ঝারি দিয়ে বলল।

কই গেছলি হুম (শিখা)

শিখা আপুকে বলা যাবে না। না হলে
চিবিয়ে খাবে তাই কানি আঙ্গুলটা
দেখিয়ে ইংগিত করলাম হিসু করতে
গেছিলাম (আমি)

এতোখন লাগে হুম (শিখা)

এই মরেছে দেখে ফেললো না কি (আমি
মনেমনে)

আচ্ছা ঠিক আছে তুই আজ থেকে প্রতিদিন
সকালে করে কলেজ আসবি আর এখানে
দারিয়ে থাকবি আমি যেটা বলবো সেটা
করবি।এটা তোর শাস্তি আর যদি না করিস
তাহলে আব্বুকে বলে জেলে ভরিয়ে দেবো
(শিখা)

আরে না না আসবো জেলে দেওয়ার
দরকার নাই (আমি)

গুড বয় (শিখা)

এই মেয়ে যা ডাইনি ওর আব্বু তাহলে মনে
হয় মানুষের জীবন কাচায় চিবিয়ে খায়
ভাবতে ভয় লাগে (আমি মনেমনে)

ওই যা আমাদের সবার জন্য বাদাম নিয়ে
আয় (শিখা)

সালা আমার ১২টা বাজা শেষ করে এখন
ব্যাচারা মানিব্যাগ টার ১২টা বাজাতে
সুরু করলো ডি.ই.জির মেয়ে হয়েছে বলে যা
খুশি তাই করবে ,(আমি মনে মনে)

যাই হক আমি বাদাম নিয়ে এসে দিলাম।

তারপর শিখা আপু বলল এখন যা যখন
ডাকবো তারাতারি আসবি মনে থাকবে
(শিখা)

হুম থাকবে(আমি)

তার পর আমি ক্লাসে চলে গেলাম গিয়ে
আলিসাকে খুজতে লাগলাম কিন্তু ক্লাসে
পেলাম না তাই ক্যাম্পাসে খুজতে
লাগলাম ওখানে ও পেলাম না মনটা খুব
খারাপ হয়ে গেলো তাই ক্লাসে গিয়ে
সিটে বসলাম একটু পরর স্যার আসলো আর
আলিসাও কোথা থেকে যানি আসলো
আজকেও বেশি ক্লাস হলো না। কলেজ ছুটি
হয়ে গেলো আমি সোজা আলিসার কাছে
গেলাম গিয়ে বললাম আমার সঙ্গে একটু
কথা বলা যাবে (আমি)

না আমার সময় নেই আমাকে বাসায় যেতে
হবে তারাতারি (আলিসা)

তারাতারি কেনো বাসায় যেতে হবে
(আমি)

আমি কেনো আপনাকে বলবো সুনি আপনি
আমার কে বলে চলে গেলো (আলিশা)

আর আমি ওর যাওয়ার দিকে অবাক
দ্রিষ্টিতে তাকিয়ে আছি মানুষ এতো
মায়াবি হতে পারে আলিসাকে না
দেখলে বুঝতাম না,দারিয়ে ভাবতেছি
হটাৎ শিখা আসলো।

কিরে এখানে দারিয়ে আছিস কেনো
(শিখা)

না এমনিতে দারিয়ে আছি (আমি)

আচ্ছা ঠিক আছে আমার জন্য একটা
রিকসা নিয়ে আয়,আর আজ যদি ভুল করে
বাসায় চলে যাস তাহলে তোর খবর আছে
(শিখা)

না না আপু আজ ভুল হবে না (আমি)

ঠিক আছে যা (শিখা)

আমি গিয়ে একটা রিকসা নিয়ে আসলাম
আর শিখা চরে বাসায় চলে গেলো আর
আমি ও একটা রিকসা নিয়ে বাসায় চলে
আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু
খেয়ে সুয়ে পরলাম কিন্তু ঘুম আসছে না সব
সময় আলিসার চাদ মুখটা চোখের সামনে
ভেসে উঠছে। ওর মায়াবি চোখ দুটি দেখে
সবাই প্রেমে পরে যাবে মনে মনে
ভাবতেছি হটাৎ ফোন আসলো মনে হয় বল
খেলতে ডাকতেছে তাই ফোনটা হাতে
নিলাম কিন্ত এটা নাম্বার তো আমার
কোনো বন্ধুর না, আর কোনো চিন্তা না
করে ফোনটা রিসিপ করলাম, রিসিপ
করতে ওই পাস থেকে মেয়েলি কন্টে বলল
ফোন রিসিপ করতে অতখন সময় লাগে
(মেয়েটি)

ওই আমার ফোন আমি রিসিপ করি বা না
করি তাতে আপনার কি আর আপনি কে হুমম
(আমি)

ওই আমি শিখা (শিখা)

শি শি শি খা আপু আপনি, আপনি আমার
নাম্বার কই পাইলেন (আমি)

সেটা তোর না জানলেও চলবে আগে বল,
বল খেলতে কেনো আসিন নি(শিখা)

আপু শরীরটা ভালো লাগছেনা তাই যাইনি
(আমি)

ভালো করেছিস তোকে আজ খেলতে হবে
না (শিখা)

আপু একটা কথা বলি (আমি)

হুম বল(শিখা)

আপনি কিভাবে দেখলেন আমি খেলতে
আসিনি(আমি)

তোরা যেখানে বল খেলিস ওই রাস্তা
দিয়ে আমি প্রেইভেট পরতে যাই আচ্ছা
এখন ফোন রাখ আমি বাসায় চলে আসছি
(শিখা)

পরের দিন আমি ৮টা সময় কলেজ গেলাম,
আমাকে আলিসার সঙ্গে কথা বলতেই হবে,।
ভাবতে ছি আর ক্যাম্পাসে গিয়ে
ঢুকতেছি।

কিরে আজ এতো তারাতারি আসলিযে
(শিখা)

আজ তারাতারি ঘুম থেকে উঠেছি (আমি)

আচ্ছা যা তোর সাস্তি মাফ করে দিলাম
কিন্তু প্রেইভেট পরা শেষ হওয়ার সঙ্গে
এখানে চলে আসবি (শিখা)

ঠিক আছে আপু একটুও ভুল হবে না (আমি)

হুম যা মনে থাকে যেন(শিখা)

আমি তো আর সুজুগ পেলাম তাই গিয়ে
পুরাটা আলিসার জন্য অপেখা করতে
লাগলাম একটু পর আলিসা আসলো। আমি ওর
কাছে গেলাম।

আসসালামু আলাইকুম (আমি)

ওয়ালাইকুম আসসালাম(আলিসা)................
.
--------------চলবে--------------
বিদ্র:ভুল হলে ক্ষমা করবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ